চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে শিমুল হোসেন (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাংবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিমুল হোসেন একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও স্থানীয় নিউ মডেল কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল শিমুল হোসেন। ভোরে একটি বিষধর সাপ তার ডান হাতে কামড় দেয়। বিষের যন্ত্রনায় ছটফট করতে থাকে সে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সেপ্টেম্বর ২৫, ২০১৯ at ২১:৫৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ