ইবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

“সবার জন্য নিরাপদ এবং কার্যকর ওষুধ” স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফার্মেসি বিভাগ আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।

বুধবার (২৫সেপ্টেম্বর) নানা আয়োজনের মধ্যদিয়ে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন রংবেরং এর ব্যানার ফেস্টুন হাতে নিয়ে এক বিশাল র‍্যালি বের করে র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভাগে গিয়ে শেষ হয়।

ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপাচার্য অধ্যাপক ড.হারুন-উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড.শাহীনুর রহমান,জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আনারুল হক।এসময় আরও উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের প্রভাষক মাসুদ রানা, মিজান কুমার ঘোষ ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।

আরো পড়ুন:
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা
শুদ্ধি অভিযানে আওয়ামী লীগের শতাধিক নেতা নিঁখোজ , বিদেশে ৪০

উল্লেখ্য, আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়।

১৯১২ সালের এই দিনে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়, এই কারণে দিবসটিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। ফার্মেসি পেশার কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।

সেপ্টেম্বর ২৫, ২০১৯ at ২১:৫৬:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতাহা/এএএম