খালেদা জিয়ার মুক্তির দাবীতে মানববন্ধন

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা শ্রমিকদল।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। দূর্যোগপূর্ণ আবহওয়া উপেক্ষা করে ব্যানার নিয়ে দলটির জেলা, উপজেলাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। কর্মসূচী চলাকালে এক প্রতিবাদ সমাবেশ শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:
সীমান্ত থেকে ৮ লক্ষাধিক টাকার মাদক জব্দ
ইয়াবাসহ হুসাইন কবীর নামের এক কাররক্ষী গ্রেফতার

সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক এড এস এম মশিউর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, জেলা বিএনপি যুগ্মআহবায়ক আকতারুজ্জামান, যুগ্জাম আহবায়ক জাহিদুজ্জামান মনা, যুগ্ম আহবায়ক এ্যাড মুন্সি কামাল আজাদ পান্নু, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন আলম, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, আসিফ ইকবাল মাখন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমদ, যুবনেতা বাশি, যুবদলের সহসভাপতি মনিরুল, জোয়ারদার, আবু সাইদ, কাজল মিয়া ও ঠান্ডু প্রমুখ। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তি দাবি করেন।

সেপ্টেম্বর ২৫, ২০১৯ at ১৮:০৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএল/কেএ