সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, নাসির বিড়ি, বিয়ার, গাঁজা জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৮লক্ষাধিক টাকা।
বিজিবি জানায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে চাঁনপুর বিওপির টহলদল তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান থেকে ১শ ৮৬ বোতল ৭৫০ মিলি অফিসার চয়েস ভারতীয় মদ, ৪২ হাজার নাসির বিড়ি, ৪৬বোতল বিয়ার (৭৫০মিলি) ও ৪কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লক্ষাধিক টাকা।
তবে এসব অবৈধ ভাবে আসা বিভিন্ন মালামাল জব্দ হলেও আটক হয়নি জড়িতরা ও তাদের গড ফাদাররা। কারন অভিযানের খবর পূর্বেই পেয়ে যায় চোরাচালানীরা।
স্থানীয় এলাকাবাসী ও জেলার সচেতন মহল জানান, বিজিবি ঐসব অবৈধ ভাবে আসা মালামাল আটক করে গোপন সংবাদের ভিত্তিতেই। তাহলে ত কারা এই ব্যবসা করে আর তাদেরকে সহযোগিতা ও মদদত দিচ্ছে তা অবশ্যই জানার কথা। আর এটাত হঠাৎ করেই হচ্ছে না। চলছে দীর্ঘ দিন ধরেই। তাই এই বিষয়ে বিজিবির উধর্বতন কতৃপক্ষের আরো কঠোর নজরদারী ও ঐসব চিহ্নিত চোরাচালানীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করলেই তা প্রতিহত করা যাবে বলে মনে করেন তারা।
এছাড়াও, বিজিবির ২৮ সুনামগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ মাকসুদুল আলমের কঠোর নজরদারীর কারনে ঐসব মালামাল আটক হচ্ছে। এজন্য তাকে সাধুবাদ জানিয়েছেন জেলার সর্বস্থরের জনসাধারন।
অবৈধ মালামাল আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-২৮) অধিনায়ক মোঃ মাকসুদুল আলম বলেন, সীমান্তে কঠোর নজরদারী রয়েছে। কাউকেই কোন ছাড় দেওয়া হবে না।
সেপ্টেম্বর ২৫, ২০১৯ at ১৬:৫৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএল/তআ