নওগাঁর পোরশায় বিদ্যুস্পৃষ্ট হয়ে মামরেজ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সরাইগাছি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মাহফুজের ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুরে বাড়িতে টেলিভিশন দেখার জন্য বিদ্যুতের সকেট ঠিক করছিলেন মামরেজ। এ সময় অসাবধানতা বসত শকসার্কিট হয়ে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, আগুনের পোড়া গন্ধ পেয়ে বাড়ির লোকজন দৌড়ে মামরেজের ঘরে যান। পরে সেখান থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সেপ্টেম্বর ২৫, ২০১৯ at ১৪:১৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেএন২৪/এএএম