পঁয়ত্রিশ বছরেও নির্মাণ করতে পারেনি, লক্ষ্মীপুর জেলা গেট

নারিকেল, সুপারি, সয়াবিন আর ইলিশের জেলা লক্ষ্মীপুর ২৮ ফেব্রুয়ারি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। এ জেলায় গত পঁয়ত্রিশ বছরেও নির্মাণ করতে পারেনি জেলা গেট।

যদিও লক্ষ্মীপুরের সাথে দু’দিকে নোয়াখালী এবং চাদঁপুর জেলার সীমান্ত সংযোগ রয়েছে। তাছাড়া লক্ষ্মীপুরের ওপর দিয়ে দেশের ২১ জেলার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে থাকে।

দেশের বিভিন্ন জেলার প্রবেশ পথে জেলা গেট-এর মাধ্যমে স্বাগত এবং বিদায় জানানো হলেও লক্ষ্মীপুর জেলায় তা চোখে পড়ে না। এটি রাষ্ট্রীয় আতিথিয়তার মধ্যে পড়লেও লক্ষ্মীপুরবাসী তা এখনো করতে পারেনি।

জানা যায়, জেলা গেট নির্মাণের জন্যে ১৮ নভেম্বর ২০০৪ সালে ওই সময়ের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভিত্তি প্রস্তর স্থাপন করেন। যা ছিল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন ১০৯ ভবভদ্রী মৌজার ৭০ দাগের উপর।

আরো পড়ুন:
সুনামগঞ্জে নৌকাডুবিতে মৃতের সংখ্যা ৬ শিশুসহ ৮ জন
পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৬, আহত ৩ শতাধিক

লক্ষ্মীপুর জেলা গেট নোয়াখালী জেলায় জোরপূর্বক নির্মাণ করায় কাজী আলতাফ হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা করেন।

মামলা দায়েরের পরও নির্মাণ কাজ অব্যহত রাখার চেষ্টা করলে হাই কোর্ট ডিভিশন থেকে লক্ষ্মীপুর জেলা গেট নির্মাণ কাজের উপর স্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হয়।

ওই নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে। এছাড়া মূল মামলাটি এখনও বিচারাধীন। এর পর থেকে লক্ষ্মীপুর জেলা গেটের নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

জেলা গেট বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল বলেন, ‘লক্ষ্মীপুর জেলাকে অন্য জেলার নাগরিকদের কাছে পরিচিত এবং তাদের স্বাগত জানাতে জেলা গেট নির্মাণ করার প্রয়োজন আছে। যেহেতু সীমানা নিয়ে একটি মামলা চলমান আছে তাই নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার সমন্বয়ে একটি গেট নির্মাণ করতে হবে।’

সেপ্টেম্বর ২৫, ২০১৯ at ১৩:২৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আহো/এএএম