প্রকল্পের কাজ ত্বরান্বিত করা লক্ষে যশোরে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করেছেন এসকেএস ফাউন্ডেশন। বুধবার সকাল ১১ টায় প্রেসক্লাব যশোরে এ গোলটেবিল বৈঠক চলছে। তাদের ম্যাক্সনিউট্রিওয়াস প্রকল্প নিয়ে এ বৈঠক।
প্রকল্প ব্যবস্থাপক মো: দুরুল হুদা মন্ডল বলেন, আন্তর্জাতিক দাতা সংস্থা ম্যাক্স ফাউন্ডেশন, দি নেদারল্যান্ডসের সহযোগীতায় সাতক্ষীরা ও যশোর জেলায় মোট ১৭টি ইউনিয়নে শিশু পুষ্টি, মাতৃস্বাস্থ্য, পানি-পায়খানা ও স্বাস্থ্যবিধি চর্চা নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সেপ্টেম্বর ২৫, ২০১৯ at ১১:০৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএএম