দেশে ফিরেই শুটিং এ ঋতুপর্ণা

কথা ছিল সাতদিনের মধ্যে ছবির শুটিং-য়ে দেশে পৌঁছাবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার সেই অনুযায়ী দেশে পৌঁছেছেন ঋতুপর্ণা। পৌঁছেই শুটিং-ও শুরু করেছেন তিনি।

আরও পড়ুন :
আসছে ওকার অ্যাপ
শারীরিক শক্তি পেতে কিছু টিপস

এফডিসিতে আজ থেকে নঈম ইমতিয়াজের পরিচালনায় ‘জ্যাম’ ছবির শুটিং শুরু হয়েছে। সেখানে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কলকাতার এই নায়িকা।

ছবিটির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘জ্যাম’ ছবির কাহিনীটা বেশ জোরালো। এখানে বিশেষ চরিত্রে অভিনয় করছি। আদালতের দৃশ্য চলছে আজ। এ নিয়ে খুব বেশি বলতে চাই না। শুধু বলবো, একটা ভালো গল্পের ছবি দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখতে পাবেন।

এদিকে শুটিং শেষে বৃহস্পতিবার কলকাতায় ফিরে যাবেন ঋতুপর্ণা। প্রয়াত বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী। তাদের অভিনীত সব কটি ছবিই ব্যবসা সফল।

আগেই জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্রের কর্ণধার ও প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলি মান্না এবার চলচ্চিত্র প্রযোজনা করছেন।

গত বছরের ২৩ জুলাই রাজধানীর ঢাকা ক্লাবে কেক কেটে ছবিটির যাত্রা শুরু করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছবিতে আরো অভিনয় করছেন আরিফিন শুভ ও পূর্ণিমা।

সেপ্টেম্বর২৫, ২০১৯ at ০৮:৫১:১৮(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/আস /ইআ