শারীরিক শক্তি পেতে কিছু টিপস

শারীরিক সম্পর্কের ব্যাপারটি কখনোই পুরুষের এক তরফা নয়। বরং একজন নারীকেও এর সঙ্গে সমানভাবে মেতে উঠতে হয়। একজন নারী ও পুরুষের সমান সমান অংশগ্রহণে যৌনতা হয়ে ওঠে উপভোগ্য ও দারুণ।চলুন যৌনতাকে উপভোগ্য করতে জেনে নিই আরও কিছু গোপন টিপস

আরও পড়ুন :
জিম না করেও ফিট থাকবার উপায়
সাতটি রোগ প্রতিরোধ করবে ভুট্টা

  • যৌনতায় আমেজ আনতে এক সঙ্গে দেখুন কোন রোমান্টিক সিনেমা, এতে নতুন করে উৎসাহ আসতে পারে যৌনতায়।
  • যৌনতা বৃদ্ধির ক্ষেত্রে দুই কাপ করে কফি খেলে নতুন করে শরীরে শক্তি ফিরে আসে।
  • যৌনতার ক্ষেত্রে নারী-পুরুষ দুজনই খোলামেলা হন, দম্পতিরা এক সঙ্গে থাকার সময় নগ্ন অবস্থায় থাকায় যৌনতায় বেশী প্রভাব টানে।
  • সামনের দিকে ঝুঁকে যেসব ব্যায়াম করতে হয়, এ ধরনের অনুশীলন অর্গাজম দেরি করে এবং বেশি সময় ধরে যৌনতার সুযোগ করে দেয়।
  • অনলাইন মাধ্যম বাদ দিয়ে সত্যিকার জীবনে পড়ে থাকুন।
  • ধূমপানের কারণে পুরুষের যৌন মিলনে সমস্যা সৃষ্টি হয়। এছাড়া এটি পরিপূর্ণ তৃপ্তির ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করে। তাই ধূমপান বাদ দিলে যৌনতা বেশি উপভোগ্য হবে।
  • আপেলের সুগন্ধ নারী ও পুরুষের যৌন উত্তেজনা বাড়িয়ে দেয়। তাই পাশে রাখতে পারেন।
  • নারী লাল পোশাক পরলে পুরুষ বেশী আগ্রহী হয় যৌনতায়। যা উত্তেজনায় বাড়ায়।
  • বেডরুম সাজান বেগুনি রঙে। কারণ এই রং অন্য সব রঙের তুলনায় যৌনতায় বেশী উৎসাহিত করে।
  • বেশ কিছু খাবার যৌনতায় উৎসাহিত করে। এসব খাবারের মধ্যে রয়েছে কুমড়ার বীজ, আমলকি, রসুন, চকলেট, কলা ও ঝিনুক।
  • ভালো যৌনজীবনের জন্য সন্তান নিতে দেরি করা উচিত। পাঁচ হাজার দম্পতির মাঝে এক গবেষণায় দেখা গেছে, যে দম্পতিদের সন্তান নেই তারা যৌনজীবনে অন্যদের তুলনায় বেশী তৃপ্ত।
  • বেশি চুম্বনে যৌনতার উৎসাহ অনেকগুণ বাড়িয়ে যায়। এছাড়া এটি অন্তরঙ্গতা বাড়তেও ভূমিকা রাখে। পুরুষের তুলনায় নারীর জন্য এটি বেশি প্রয়োজনীয়।
  • ডার্ক চকলেট যৌনতার আগ্রহ অনেকাংশে বাড়িয়ে দেয়। তবে শুধু আগ্রহই নয় এটি যৌনতার তৃপ্তি বাড়িয়ে দেয় এবং অর্গাজমে সহায়তা করে।

 সেপ্টেম্বর২৫, ২০১৯ at ০৮:০৮:১৮(GMT+06)
 দেশদর্পণ/আহা/ আক/আস /ইআ