‘মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’ শ্লোগান সামনে রেখে যশোরের চৌগাছায় মিনা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় র্যালি শেষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অরূপ কুমার লস্কর, রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, সঞ্জয় ঘোষাল, চৌগছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, ইছাপুর সরকারি প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পাঁচনমনা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মর্জিনা খাতুন, গরীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে মিনা দিবস পালনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সেপ্টেম্বর ২৪, ২০১৯ at ২৩:৫৬:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জিররি/এএএম