চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী কালাম আলীকে আটক করেছে র্যাব। গত শুক্রবার রাত ১০ টার দিকে দামুড়হুদা উপজেরার কুনিয়াচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে অভিযান চালিয়ে ৪০৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটককৃত কালাম আলী একই উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর সরদার পাড়ার মৃত ফকির মোহাম্মদেও ছেলে। শনিবার মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, শুক্রবার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের র্যাবের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মাসুদ আলম ও সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার বজলুর রশীদের নের্তৃত্বে চুয়াডাঙ্গার দামুড়হুদার উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে অভিযান চালানো হয়।
এসময় সেখান থেকে মাদক ব্যবসায়ী কালাম আলীকে আটক করা হয়। আটককৃত কালামের শিকারোক্তিতে বিদ্যালয়ের পিছন থেকে একটি বস্তার ভিতর রাখা অবস্থায় ৪০৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার রাতেই মামলাসহ তাকে দামুড়হুদা মডলে থানায় সোপর্দ করা হয়েছে। শনিবার মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানা গেছে।
সেপ্টেম্বর ২৪, ২০১৯ at ২৩:৪৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতার/এএএম