যশোরে ছিনতাইকারীদের হামলায় মা ও মেয়ে আহত হয়েছেন। সোমবার শহরের পুরতান কসবা বিমান অফিস মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, শহরের ওয়াবদা পাড়ার মৃত হানিফ মিয়ার স্ত্রী জীবনা বেগম (৪২) ও মেয়ে বৃষ্টি খাতুন (২৩)। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ১০ টায় জীবনা বেগম তার ছোট মেয়ে মুনিয়া আক্তারকে শহরে ডাক্তার দেখিয়ে রিকশা যোগে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে শহরের বিমান অফিস মোড়ে পৌঁছালে সিটি কলেজ পাড়ার ড্রাইভার সেলিম পাটয়ারির ছেলে বিল্লাল পাটয়ারি ওরফে ক্যান্সার বিল্লাল অস্ত্রের মুখে তাদের রিকশা গতিরোধ করেন।
কথা কাটাকাটির এক পর্যায় বিল্লাল পাটয়ারি ওরফে ক্যান্সার বিল্লাল জীবনা বেগমকে বেধড়ক মারপিট করে ও অস্ত্রের মুখে বড় মেয়ে বৃষ্টিতে অপহরণ করে চোখ বেধে তুলে নিয়ে যায়।
রাত পৌনে ১১ টার দিকে বৃষ্টির চোখের বাঁধন খুলে দেয় সন্ত্রাসীরা। এ সময় তিনি দেখতে পান তাকে অপহরণ করে সিটি কলেজ পাড়ার ক্যান্সার বিল্লালের বাড়িতে রাখা হয়েছে।
রাত সাড়ে ১১ টায় ক্যান্সার বিল্লালের নেতৃত্বে খালদার রোড এলাকার দুলালের ছেলে আল-আমিনসহ অজ্ঞাত ছয়-সাত জন তার কাছে থাকা এক লাখ ছেচল্লিশ হাজার টাকার সোনার অলংকার ও কাছে থাকা ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মারধোর করে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়।
পরে রাত ১২ টার দিকে বৃষ্টির জ্ঞান ফিরলে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রাত দেড় টায় সন্ত্রাসী তাদের ওয়াবদা পাড়া বাসায় যেয়ে ছোট বোন মুনিয়া আক্তারকে জানান তাদের নামে থানায় অভিযোগ করলে পরিবারসহ হত্যা করা হবে। ওই সময় সন্ত্রাসীরা তাদের বাড়িতে দুইটি’ বোমার বিষ্ফরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
সেপ্টেম্বর ২৪, ২০১৯ at ২২:৩২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএএম