যেসময় কোনো উপাচার্য কোটি টাকা ঈদের সালামি দিচ্ছেন, আবার কোনো উপাচার্য কথায় কথায় বহিষ্কার করছেন। এইসব উপাচার্যদের ভিড়ে আমরা দেখতে পেলাম এক অন্য উপাচার্যকে যিনি স্বশরীরে মাঠে নেমে ছাত্রদের সুবিধা-অসুবিধা দেখছেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) হলের ডাইনিংয়ে আকস্মিক অভিযান চালিয়ে ছাত্রদের সঙ্গে বসেই খাবার খেয়ে মান যাচাই করলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। খাবারের মান খারাপ হওয়ায় সংশ্লিষ্টদের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে খাবারের মান উন্নত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।
রোববার (২২ সেপ্টেম্বর) রাতে উপাচার্য এ অভিযান চালান যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলে।
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২৪টি বিভাগের সকল বর্ষের শ্রেণি প্রতিনিধিদের (ক্লাস রিপ্রেজেন্টেটিভ) সঙ্গে দ্বিতীয়বারের মতো মতবিনিময় সভা করে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন।
সেপ্টেম্বর ২৪, ২০১৯ at ২০:২৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আরএ/কেএ