বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নে অবস্থিত বাইশারী মডেল নুরানি ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে এক ব্যতিক্রমী বর্নাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় মাদ্রাসা হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল তৌহিদুল ইসলাম ঢাকা রেঞ্জে বদলী হওয়ায় সাধারণ কনস্টেবলদের সম্মান জানিয়ে সংবর্ধনার আয়োজন করেন বাইশারী মডেল নুরানি ইবতেদায়ী মাদ্রাসা।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ উপ পরিদর্শক মাইনুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি সরকারি চাকরি জিবি সমন্বয় পরিষদের সভাপতি আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি শামশুল আলম, খোশেদ আলম, আকতারুজজামান মাদ্রাসা সুপার মাওলানা এরফান আজিজি, আবদুল হামিদ, এহসানুল হক, শাহি নুর আকতার, প্রমূখ।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মোঃ আবদুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংর্বধনা অনুষ্ঠানে কর্মগুনে মনজয়ী কনস্টেবল তৌহিদুল ইসলামকে ক্রেষ্ট, ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান মডেল নুরানি ইবতেদায়ী মাদ্রাসার উপদেষ্টা মোঃ আবুল কালাম ও মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষ, শিক্ষিকা, মোঃ মনির, মোঃ খোকন, মোঃ আলতাফ মিয়া প্রমূখ।
এসময় বিদায়ী কনস্টেবল তৌহিদুল ইসলাম বলেন, একজন কনস্টেবলদের বদলী জনিত বিদায় উপলক্ষে এত আয়োজন দেশের কোথাও দেখিনি। জীবনে কখনও কল্পনা করিনি এত সম্মান, এত ভালবাসা, এত উপহার দিয়ে বাইশারী মডেল নুরানি ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা কমিটি আমাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেয়া হবে।
তিনি আরো বলেন, আমি বাইশারীতে দীর্ঘদিন যাবত বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে দ্বায়িত্ব পালনকালে অন্যায়ভাবে কোন সাধারণ মানুষকে কষ্ট দেয়নি বলে আজ আমার মত একজন সাধারণ কনস্টেবল কে সম্মানিত করেছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আবুল কালাম বলেন, পুলিশ প্রতিটি মহুত্বে মৃত্যু ঝুঁকিতে থেকেও দায়িত্ব পালনে সর্বদায় সচেষ্ট থাকে। কর্তব্য পালনে নিহত আহত ও পঙ্গু হয়েছেন শত শত পুলিশ। পুলিশ যদি চাকুরীর বদলী বা শেষে নুন্যতম সেই সম্মানটা পায় তাহলে সেই সম্মানটাই সকল পুলিশ সদস্যদের প্রত্যাশা পুরনের চরম পাওয়ার সামিল।
সেপ্টেম্বর ২৪, ২০১৯ at ১৮:০৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/এমএকা/আজা