চৌগাছায় মীনা দিবস ২০১৯ উদযাপন

সারাদেশের মতো যশোরের চৌগাছায় পালন করা হলো মিনা দিবস ২০১৯। এই উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে বিরাট এক র‍্যালি বের করা হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভা ও পুরষ্কার বিতারণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.এম মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, শিক্ষা অফিসার মো: বেলায়েত হোসেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন
মিনা দিবস উপলক্ষে শিক্ষা অফিসের র‌্যালী ও আলোচনা সভা

মূলতঃ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ‘মীনা দিবস’। মীনা শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয় বাংলা কার্টুন। এ কার্টুন ছবিটি তৈরি করেছে ইউনিসেফ।

কার্টুনের মূল চরিত্র মীনা আট বছর বয়সের কন্যাশিশু। সে তার পরিবারের সঙ্গে একটি ছোট গ্রামে বাস করে। এই চরিত্রের মাধ্যমে শিশুদের অধিকার, শিক্ষা, সংস্কৃতি, বিনোদন এবং শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠার চিত্র ফুটে ওঠে।

মীনা কার্টুনে একটি পরিবারের কাহিনী তুলে ধরা হয়েছে, যেখানে মীনা সময়মতো স্কুলে যায়, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে এবং পরিবারের বিভিন্ন কাজে সহযোগিতা করে। সারাবিশ্বের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি উদযাপিত হবে।

সেপ্টেম্বর ২৪, ২০১৯ at ১৫:০৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআই/কেএ