মিনা দিবস উপলক্ষে শিক্ষা অফিসের র‌্যালী ও আলোচনা সভা

“শিখবো মোরা হেসে খেলে, মনের মত স্কুল পেলে” প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মিনা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে যথা স্থানে শেষ হয়।

র‌্যালী পরবর্তী উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ মধুখালী শাখার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।

আরও পড়ুন:
রাণীশংকৈলে মিনা দিবস পালিত
মুক্তাগাছায় মিনা দিবস পালিত

আলোচনা সভায় মুখ্য বক্তব্য উপস্থাপন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.ইসমাইল হোসেন। এ সময় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ দেলোয়ার হোসেন, নাসিমা আক্তার ,উজ্জল কুমার বিশ্বাস,অধির কুমার বিশ্বস ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান।

আলোচনা সভা ও র‌্যালীতে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীগনসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাঝো ও চিত্রাংকণ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

সেপ্টেম্বর ২৪, ২০১৯ at ১৪:৩৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/সাচ/এএএম