”মনের মত স্কুল পেলে শিখবো মোরা হেসে খেলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে মিনা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকালে বর্ণাঢ্য র্যালী শেষে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলীন, সহকারী শিক্ষা অফিসারদের মধ্যে কামরুন্নাহার, মমতাজ বেগম।
আরও বক্তব্য রাখেন ফজলুর রহমান, মীর দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী চকদার, আব্বাছ আলী, আব্দুর রাশিদ প্রমূখ।
র্যালীতে কয়েকশ শিক্ষার্থী অংশ গ্রহন করে। পরে উপজেলা পরিষদ চত্বরে চিত্রাংকন, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সেপ্টেম্বর ২৪, ২০১৯ at ১৪:১৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমএইচএস/এএএম