সেবা প্রদানকারী ও গ্রহীতাদের সংলাপ অনুষ্ঠিত

যশোরের চৌগাছায় বৈষম্য নিরাসন ও সম্পদে প্রবেশাধিকার নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্র ও নির্যাতিত নারীদের সম-অধিকার প্রতিষ্ঠায় এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বাঁচতে শেখার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার সকালে স্থানীয় আশরাফ ফাউন্ডেশনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
 
 সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমাজ সেবা, মহিলা বিষয়ক, ইউনিয়ন পরিষদ, থানা, হাসপাতাল, এনজিও এবং সেবা গ্রহীতাদের মধ্যে পারস্পারিক এই সংলাপ অনুষ্ঠিত হয়। 
 
বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গমেজের সভাপতিত্বে সংলাপে অংশ নেয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, থানার এসআই বিকাশ চন্দ্র সরকার, প্রকল্প সমন্বয়কারী এ্যাড. এম,কে মন্ডল, রিপোর্টাস কাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক এম হাসান মাহমুদ।
আরও অংশ নেয় হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার্স তৈয়েবুর রহমান, প্রজেক্ট অফিসার রিনা দাস প্রমুখ। এ সময় জনপ্রতিনিধি,বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কাজী, পুরোহীতসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর ২৪, ২০১৯ at ১০:৪২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোমই/এএএম