আসন্ন দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে শিবগঞ্জ থানার আয়োজনে বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ থানার আয়োজনে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

আরও পড়ুন:
ইবিতে স্টুডেন্ট টু স্টার্টআপ প্রতিযোগিতা
দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রের আত্মহত্যা

এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) নান্নু খান, এস আই মোস্তাফিজুর রহমান, শিবগঞ্জ উপজেলা পূর্জা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ন কানু।

আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র অধিকারী, অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সরকার, উথুলি শাহপাড়া পূর্জা মন্দিরের সভাপতি পিযুষ কান্তি সাহাসহ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সেপ্টেম্বর ২৩, ২০১৯ at ২২:৫৬:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/রইর/এএএম