ইবিতে স্টুডেন্ট টু স্টার্টআপ প্রতিযোগিতা

প্রথমবারে সফলতার পর দেশজুড়ে চলছে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: ‍দ্বিতীয় অধ্যায়’। ‘আমার উদ্ভাবন, আমার স্বপ্ন’ শিরোনামে উদ্ভাবনী ভাবনা খোঁজার প্রতিযোগিতায় সিআরআই, ইয়াং বাংলা ও আইসিটি ডিভিশনের আইডিয়া প্রকল্পের আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা স্টুডেন্ট টু স্টার্টআপ’র দ্বিতীয় অধ্যায়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের মিলনায়তনে স্টুডেন্ট টু স্টার্টআপ প্রতিযোগিতা সকাল ১০ টা থেকে শুরু হবে।স্টুডেন্ট টু স্টার্টআপ প্রতিযোগিতায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী।বিশ্ববিদ্যালয়টিতে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ আয়োজনের আগে প্রচারণা চালিয়ে যাচ্ছে ইয়াং বাংলার দুই ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অ্যাম্বাসেডর তন্ময় সাহা টনি  ও মারিয়া তানজীম।
জানা যায়, রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ১৫ই সেপ্টেম্বর উদ্ভোধন এবং সমন্বয় কর্মশালা শেষে ইয়াং বাংলার ক্যাম্পাস এম্বাসেডরেরা সারাদেশের ১০০টি ক্যাম্পাসে ইতোমধ্যে প্রচারণা শুরু করে দিয়েছে। গতবারের মত এবারও ১-৩ সদস্য বিশিষ্ট টিম গঠন করে অংশগ্রহণ করতে হবে। এবারের বিশেষত্ব হল যে, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
শর্ত একটাই টিমে কমপক্ষে একজন বাংলাদেশী থাকতে হবে যার বয়স ১৮ বছর। ক্যাম্পাস পিচিং এর জন্য ঢাকা থেকে বিচারকরা দেশের ৮টি বিভাগের ২৫টি জেলায় যাবেন। শিক্ষার্থীরা এই ২৫টির মধ্যে নিজেদের পছন্দের এবং সুবিধাজনক যে কোনো ভেন্যুতে রেজিষ্ট্রেশন করে সেখানে সময়মত উপস্থিত থেকে তাদের আইডিয়াগুলো পিচ করতে পারবে।

আরও পড়ুন:
দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রের আত্মহত্যা
ডোবা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিটি ভেন্যু থেকে গড়ে ৩টি করে মোট ৭৫টি টিম জাতীয় স্টার্টআপ ক্যাম্প ২.০ তে অংশগ্রহণ করার সুযোগ পাবে যেখান থেকে ১০টি টিম সরাসরি ১০ লক্ষ টাকা করে মোট ১ কোটি টাকার গ্র‍্যান্ট প্রি-সীড ফান্ড গ্রহণ করবে। অপর ২০টি রানার্সআপ টিম বিশেষ গ্রুমিং এর পরে পুনরায় ফান্ডিং এর জন্য পিচ করার সুযোগ পাবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় ছাড়াও ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কর্মশালার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর ২১ সেপ্টেম্বর কর্মশালা ও পিচিং অনুষ্ঠিত হয় রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়-রুয়েট, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।
মঙ্গলবার ওয়ার্কশপ শেষে পিচিং অনুষ্ঠিত হবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ফেনী বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যাল্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। ২৯ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি ভ্যেনুতে হবে স্টার্টআপ বাছাইয়ের কর্মশালা ও পিচিং।
আর ৩০ সেপ্টেম্বর টাঙ্গাইলের মওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলবে এ প্রতিযোগিতা।পহেলা অক্টোবর ‘স্টুডেন্ট  টু স্টার্টআপ: ‍দ্বিতীয় অধ্যায়’-এর পিচিং হবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-পবিপ্রবি, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।২ অক্টোবর ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সি, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে পিচিং। আর ৩ অক্টোবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা ও পিচিং দিয়ে শেষ হবে ভেন্যু পর্যায়ে ‘স্টুডেন্ট  টু স্টার্টআপ: ‍দ্বিতীয় অধ্যায়’-এর কর্মসূচি।

সেপ্টেম্বর ২৩, ২০১৯ at ২২:৩৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতাহা/এএএম