সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তোফায়েল আহমদ (১২) নামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
নিহত তোফায়েল উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের বড়ছড়া শুল্ক ষ্টেশন লাগোয়া বড়ছড়া পুর্বপাড়ার হারুন মিয়া ও জবেদা বেগম ছেলে। সে উপজেলার উত্তর শ্রীপুরইউনিয়নের গোলকপুর মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর ছাত্র।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, গত দশ দিন পুর্বে মাদ্রাসা থেকে ছুঁটি নিয়ে বাড়ি ফিরলেও নানা অজুহাতে সে মাদ্রাসায় যেতে প্রতিনিয়ত অনিহা প্রকাশ করে আসছিলো।
যে কারণে তার মা-বাবা তাকে বকাঝকা করে মাদ্রাসায় ফিরে যেতে কিছুটা চাঁপ প্রয়োগ করে আসছিলেন।
মাদ্রাসায় ফিরে যাবার চাঁপ সইতে না পেরে সোমবার বেলা ১টার দিকে পরিবারের সবার অলক্ষ্যে বড়ছড়া পুর্বপাড়ার নিজ বসতবাড়ি লাগোয়া বড়বোন তাজ মহল বেগমের বসতঘরের আড়া (ধর্ণা)’র সাথে রশি পেঁচিয়ে তোফায়েল আত্মহত্যা করে।
তাহিরপুর থানার এসআই মোঃ গোলাম মোস্তফা জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ সন্ধায় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সেপ্টেম্বর ২৩, ২০১৯ at ২২:১৯:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জাআভূঁ/এএএম