রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ওসমান আলী (৪৫) নামের এক ব্যাক্তির মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১ টার দিকে শিবপুর ভাগিপাড়া গ্রামের একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত ওসমান আলী উপজেলার শ্যামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মাহামুদুল হাসান জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পরে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
ডোবায় মরদেহ উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ওসমান আলীকে কেউ হত্যা করে ডোবায় ফেলে দিয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
সেপ্টেম্বর ২৩, ২০১৯ at ২২:০৬:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মারারা/এএএম