নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় অবৈধ ভাবে পাওয়ার ক্রাশারে আখমাড়াই ও ভেজাল গুড় তৈরীর অপরাধে ৪ ভেজাল গুড় কারখানা মালিকর ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় ৭টি পাওয়ার ক্রাশার সহ প্রায় ৩ লাখ টাকার ভেজাল গুড় তৈরীর মালামাল জব্দ করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফীনের ভ্রাম্যমাণ আদালত সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনভর নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় অভিযান চালায়।
এসময় ভেজাল গুড় তৈরীর অপরাধে মনিহারপুর গ্রামের হাসান আলীর ১ লাখ টাকা, চকগোয়াস গ্রামের ফরহাদ আলীর ২০ হাজার, মিন্টু’র ৪০ হাজার টাকা এবং কামার হটি গ্রামের রবিউল ইসলামের ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সেপ্টেম্বর ২৩, ২০১৯ at ২১:৫১:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোআরটু/এএএম