ভারতে পালানো সময় ইমিগ্রেশনে হত্যা মামলার আসামী আটক

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ হত্যা মামলার আসামী ওয়ালিউল্লাহ (৩৩) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি নাটোরের বড়াই গ্রামের কাশেম মোল্যার ছেলে।

আরও পড়ুন:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যুতে অন্তঃসত্ত্বা স্ত্রী আত্মহত্যা
বেসরকারি সংগঠন ‘চেষ্টা’র উদ্যোগে বীরকন্যাদের মাঝে গরু বিতরণ

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান পাঠান বলেন, ভারতে যাওয়ার জন্য ওয়ালিউল্লাহ নামে এক পাসপোর্টযাত্রী বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট এর আনুষ্ঠানিকতার জন্য পাসপোর্ট জমা দেন।

এসময় তার তথ্য যাচাই বাছাই করে দেখা যায় তিনি হত্যা মামলার আসামি। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে। তার নামে বড়াই থানায় হত্যা মামলা রয়েছে।

সেপ্টেম্বর ২৩, ২০১৯ at ২১:৩৯:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমও/এএএম