জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি

জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র চতুর্থ সহকারী জজ নুসরাত সাহারা বিথি এ আদেশ জারি করেন।

আদেশে ছাত্রদলের বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী সাতদিনের মধ্যে নোটিশের জবাব দিতে নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন:
রাবি ৪ শিক্ষার্থীকে মারধর, শাস্তি দাবিতে বিক্ষোভ
টেন্ডার পেতে পরিচালককে রাবি কর্মচারির হুমকি!

এর আগে ১৮ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর শাহাজানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ভোটের মাধ্যমে ছাত্রদলের সভাপতি পদে ফজলুর রহমান খোকন আর সম্পাদক পদে ইকবাল হোসেন শ্যামল নির্বাচিত হন।

তবে ছাত্রদলের সাবেক ধর্মবিষয়ক সহ-সম্পাদক আমানউল্লাহর আবেদনের প্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ঢাকা জজকোর্টের ৪ নম্বর আদালত।

সেপ্টেম্বর ২৩, ২০১৯ at ২০:৫৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম