ঢাকা কেন্দ্রিক বেসরকারি সংগঠন চেষ্টা কুড়িগ্রামে ৬ বীরকন্যাকে গরু বিতরণ করেছে। সোমবার দুপুরে জেলা প্রশাসন চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।
এসময় অন্যানের মধ্যে ছিলেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, মানবতার পক্ষে আমরা চেষ্টার সভাপতি সেলিনা বেগম।
আরও ছিলেন সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন, সাংগঠনিক সম্পাদক ভিকারুন্নেছা চিনু, ট্রেজারার শারমিন রীনা, কার্যনির্বাহী সদস্য মমতা হারুন, সাজেদা আলম প্রমুখ।
অনুষ্ঠানে বীরকন্যা মোছা: গেন্দি বেওয়া, মোছা: দেলো বেওয়া, মোছা: খোতেজা বেগম, শ্রীমতি তরুবালা, মোছা: বছিরন বেগম ও মোছা: রহিমা খাতুনকে একটি করে বাছুর ও কাপড় বিতরণ করা হয়।
বেসরকারি সংগঠন ‘চেষ্টা’র উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে যেসব বীরকন্যা অবদান রেখেছেন তাদেরকে স্বাবলম্বি করতে সারাদেশে এই কার্যক্রম পরিচালনা করছে।
সেপ্টেম্বর ২৩, ২০১৯ at ২১:০৪:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এজিএল/এএএম