পুলিশের ধাওয়ায় মাদকবাহী ট্রাক দূর্ঘটনার কবলে, চালক ও সহকারী গ্রেফতার

চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশ একটি মাদকবাহী ট্রাকের পিছু ধাওয়া করে ৪’শ বোতল ফেন্সিডিলসহ ট্রাক চালক ও হেল্পারকে গ্রেফতার করেছেন। এঘটনায় ট্রাকের পিছু ধাওয়া করার সময় দুই পুলিশ কর্মকর্তা সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন।

এসময় দূর্ঘটনা কবলিত ট্রাকের চালক ও হেল্পারও আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ আহত হেল্পার ড্রাইভারকে উদ্ধার করে থানা হেফাজতে নেন। ঘটনাটি সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত হয়েছে।

জীবননগর থানা পুলিশ সুত্র জানান, সোমবার ভোররাতে জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদের নেত়ৃত্বে সাবইন্সপেক্টর নাহিরুল ইসলাম, এএসআই ইমামুল, নুর হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডার্ডে অভিযান পরিচালনা কালে সন্তোষপুর – আন্দলবাড়িয়া সড়কগামী ট্রাকটিকে (ঢাকা মেট্র ট- ১৮-৪১৮৬) থামানোর চেষ্টা করলে চালক তা অমান্য করে চলে যায়।

এসময় সাবইন্সপেক্টর নাহিরুল, এএসআই ইমামুল ও এএসআই নুর হোসেন সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল ট্রাকের পিছু ধাওয়া করে।

আরও পড়ুন:
যবিপ্রবিতে ভর্তিচ্ছুদের জন্য বিশেষ বাণী
আনোয়ারা বেগমের হত্যা মামলায় ফাঁসি-২

একপর্যায়ে ট্রাকের চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় কোটচাঁদপুর বলহর পশু হাটের নিকট সড়কের একটি গাছের সাথে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয় এবং ড্রাইভার ইমন(৩২) ও হেল্পার ফাহিম (২০) আটকে পড়ে মারাত্নক আহত হয়। এসময় পিছু নেয়া পুলিশ অফিসার নাহিরুল ও নুর হোসেন মটরসাইকেল দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন।

পরে সকাল সাড়ে ছয়টার দিকে কোটচাঁদপুর ফায়ার সার্ভিস দূর্ঘটনা কবলিত ট্রাকটির সামনের অংশ কেটে চালক ও হেল্পারকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করেন।

আহত ট্রাক চালক ও হেল্পার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের খোকনের ছেলে ইমন ও একই গ্রামের মইরুদ্দিনের ছেলে ফাহিম। এসময় ট্রাকের ক্যাবিন থেকে বিশেষ উপায়ে লুকানো অবস্থায় বস্তা ভর্তি ৪শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এব্যাপারে জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় জীবননগর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হইছে।

সেপ্টেম্বর ২৩, ২০১৯ at ১৮:১২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ