ইয়েমেনে মসজিদে হামলায় এক পরিবারের ৫ নিহত দুই শিশু নিখোঁজ

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৫ বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতরা সকলে একই পরিবারের সদস্য। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।

সোমবার ভোরে দেশটির ওমরান প্রদেশে এ হামলা চালানো হয়েছে। একটি পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ দাবি করেছে।

হুতি বিদ্রোহীদের মালিকানাধীন আল-মাসিরাহ টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন:
সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে ২ শ্রমিকের মৃত্যু
ভারতের প্রভাবশালী নারীর তালিকায় আনুশকা শর্মা

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা জানিয়েছেন, একটি মসজিদে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। হামলা শুরু হওয়ার সময় পরিবারটি ওই মসজিদে আশ্রয় নেয়।

টিভির প্রতিবেদনে বলা হয়েছে, একই পরিবারের আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চলছে।

এদিকে, এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সেপ্টেম্বর ২৩, ২০১৯ at ১৩:৩৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কাক/এএএম