করিম বেঞ্জেমার গোলে রিয়ালের স্বস্তির জয়

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে হারার পর চাপে ছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সোমবার (২৩ সেপ্টেম্বর) লা লিগায় সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে স্বস্তি ফিরে এসেছে পুরো রিয়াল শিবিরে।

এ জয়ের মাধ্যমে চার বছর পর সেভিয়ার মাঠে জয় তুলতে সক্ষম হলো জিদানের শিষ্যরা।

লস ব্ল্যানকোসদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড করিম বেনজেমা। ম্যাচের ৬৪ মিনিটে গোলটি করেন তিনি।

লা লিগার নতুন মৌসুমে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে একটিতে হারেনি রিয়াল মাদ্রিদ।

তবে দুটো ম্যাচে ড্র ও চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ৩-০ গোলের শোচনীয় হারের পর পুরো দল চাপে পরে যায়।

আরও পড়ুন:
জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
আলোর ফাঁদে ক্ষতিকর ও উপকারী পোকা নির্ণয়ের প্রদর্শনী

বিশেষ করে কোচ জিদানের উপর তা প্রকট আকারে আঘাত হানে। তাকে বরখাস্ত করার দাবীও উঠে। এ জয়ের ফলে আপাতত নিজের চাকরি বাঁচাতে পেরেছেন জিদান তা বলাই যায়।

সেভিয়ার বিপক্ষে গোল করে দলকে ও জিদানকে চাপমুক্ত করেন করিম বেঞ্জেমা। তাই ম্যাচ শেষে বেনজেমাকে ধন্যবাদ দিতে ভুলেননি কোচ জিদান।

পাঁচ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

সেপ্টেম্বর ২৩, ২০১৯ at ১১:৩৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম