কোন জমিতে কী কীটনাশক দিতে হবে, এবং সেই জমিতে কি ধরনের পোকা আক্রমণ করেছে সেই সাথে জমিতে কি কি ধরনের উপকারী পোকা রয়েছে তা নির্ণয় করার জন্য জয়পুরহাটে আলোর ফাঁদ স্থাপনের মাধ্যমে কৃষকদের দেখিয়ে দেওয়া হচ্ছে।
রবিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের গতনশহর মাঠে এ আলোর ফাঁদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, উপ সহকারী কৃষি কর্মকর্তা ইনসান আলী, উপ সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল রহমান ও সিতানাত উরাও।
এ সময় ওই এলাকার প্রায় ২ শতাধিক কৃষকরা উপস্থিত ছিলেন। একই সময় সদর উপজেলার ২৮ ব্লোকে এ প্রদর্শনী দেখানো হয়।
পরে কৃষকদের মাঝে সচেতনতা মুলক লিফলেটও বিতরন করা হয়।
সেপ্টেম্বর ২৩, ২০১৯ at ১১:১৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আমা/এএএম