গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাংগা জেলার জীবননগর থানার তদন্ত ওসি ফেরোদৌস ওয়াহেদের নির্দেশে ১১৫ পিচ ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করেন পুলিশ।
জীবননগর থানায় কোট পাড়ায় রাত ১:৩০ টার সময় এস আই নাহিরুল, এস আই গাফফার, এ এস আই মিলনসহ সংগীয় ফোস নিয়ে তোতা মিয়া (২৬) পিতা আঃ রহিম কে কোট পাড়া থেকে গ্রেফতার করেন।
রাতেই এলাকার অনেক লোক পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। অভিযানে পুলিশ সদস্যরা তাকে ধরার জন্য গেলে দোড়ে পালিয়ে যাওয়ার চেস্টা করেন।
কিন্তুু শেষ পযন্ত ১১৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন। মাঝে মধ্যে শুনা যায় ঐ এলাকায় মাদকের বেচাকেনা হয়।
আইন শৃংখলা বাহিনী প্রায়ই ঐই এলাকায় অভিযান চালায়। অবশেষে তোতাকে ফেনসিডিল সহ গ্রেফতার করেন। এই রিপোট লেখা পযন্ত মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিলো।
সেপ্টেম্বর ২৩, ২০১৯ at ১০:৫৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতার/এএএম