সুন্দরী অভিনেত্রী সদ্য পা রেখেছেন সংসদে৷ মুসলিম ধর্মাবলম্বী নুসরাত জাহান হিন্দু পরিবারের ছেলেকে বিয়ে করে সিঁথিতে সিঁন্দুর পরেছেন, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল৷ তবে সব প্রশ্নের উচিৎ জবাবও দিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ৷ এবার তাঁরই নতুন লুক এলো সামনে৷ চোখে চশমা, কাপলে ছোট্ট টিপ৷
নায়িকার এমন শান্ত ছবি খুব একটা আগে দেখা যায়নি৷ তাহলে কী সংসদের বাড়তি দায়িত্ব পেয়ে এমনই হাল হলো নুসরতের! প্রশ্ন ভক্তদের৷
আসলে নুসরাতের এই লুক এখনই সামনে আসছে না৷ এটাতো টিজার মাত্র৷ এই ব্যক্তিত্বময়ী চরিত্রটির দেখা মিলবে শীতকালে৷ ছবির ক্যাপশনে সেটা জানা গিয়েছে৷ বিয়ের পর অভিনয়ে ফিরেছেন নুসরাত৷ ছবির নাম অসুর৷ সেই ছবির জন্যই এই নতুন লুক দেখা গিয়েছে নায়িকার৷ ছবির ট্যাগ লাইন হল, শরতে নয় শীতে আসছে অসুর৷ পাভেলের পরিচালনায় এই ছবিতে রয়েছেন জিৎ, অবির৷
সেপ্টেম্বর২৩, ২০১৯ at ০৮:৩৭:১৮(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/ জুবা/ইআ