স্পা সেন্টারে পুলিশের অভিযান, ১৬ তরুণীসহ আটক ১৯

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশানের স্পা সেন্টারে পুলিশের অভিযান চালিয়ে ১৬ তরুণীসহ ও তিন তরুণকে আটক করেছে । স্পার পাশাপাশি তারা অসামাজিক কার্যক্রম করছিল বলে অভিযোগ পুলিশের।

জুয়ার আসর ও ক্যাসিনোতে অভিযানের পর এবার স্পা সেন্টারগুলোতে অভিযান শুরু করেছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গুলশানের নাভানা টাওয়ারের ১৮, ১৯ ও ২০ তলায় অবস্থিত তিনটি স্পা সেন্টারে অভিযান শুরু করে গুলশান থানা পুলিশ।

স্পা সেন্টারগুলো হলো- লাইভ স্টাইল হেল্থ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেুলন, ম্যাঙ্গো স্পা ও রেডিডেন্স সেলুন-২ অ্যান্ড স্পা।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আমাদের কাছে অভিযোগ আছে সেখানে স্পার পাশাপাশি অসামাজিক কার্যক্রম চলে। এ অভিযোগ ক্ষতিয়ে দেখতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তিনটি সেলুন ও স্পা সেন্টারে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ১৬ জন তরুণী ও তিন তরুণকে আটক করেছে পুলিশ। তাদের থানায় পাঠানো হয়েছে। এসব সেন্টারের মালিকদের ধরতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।