বড়বলদিয়া গ্রামের মনিরুলের স্ত্রী রহিমার ঘর তল্লাশী করে তার বাড়ি থেকে একটি বস্তায় ১১১ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করে।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই সাইফুল হোসেনের নেতৃত্বে এ এস আই রওশন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২ টার দিকে উপজেলার বড়বলদিয়া গ্রামে মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করে বড়বলদিয়া গ্রামের মনিরুলের স্ত্রী রহিমার ঘর তল্লাশী করে তার বাড়ি থেকে একটি বস্তায় ১১১ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করে।
তাকে মাদকদ্রব্য আইনে মামলা সহ দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করা হয়।
একের পর এক মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুলকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন মহল।
সেপ্টেম্বর ২২, ২০১৯ at ২১:৫০:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতার/এএএম