ধারালো অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবির কচুর লতিহাটের পার্শ্বে জিয়ার মোড় নামক স্থানে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রেজোয়ান (৩০) জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল তাজপুর গ্রামের সালাম মহরীর ছেলে।

আরও পড়ুন:
খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহিলা দলের মানববন্ধন
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

রেজোয়ানের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে রেজোয়ান অটোযোগে বাড়ি থেকে পাঁচবিবি যাচ্ছিল। এসময় পাঁচবিবি জিয়ারমোড় এলাকায় কয়েকজন তাকে অটো থেকে নেমে রাস্তার পাশে আখের ক্ষেতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান সূত্রে জানা যায়, স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। তবে এ হত্যার কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না, তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সেপ্টেম্বর ২২, ২০১৯ at ২০:১০:১৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/এসআই/কেএ