মোহামেডানসহ চার ক্লাবে অভিযান

রাজধানী মতিঝিলে অবস্থিত মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ চারটি ক্লাবে অভিযানে করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া তিনটা থেকে এ অভিযান শুরু হয়েছে। অন্য তিনটি ক্লাব হচ্ছে- আরামবাগ, দিলকুশা ও ভিক্টোরিয়া।

আরও পড়ুন :
নতুন করে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা ৪৩০
সড়ক দুর্ঘটনায় ১৫জন আহত

অভিযানের খবর নিশ্চিত করে মতিঝিলের ডিসি আনোয়ার হোসেন জানান, এসব ক্লাবে ক্যাসিনো পরিচালনার অভিযোগ রয়েছে।

তবে সম্প্রতি বিভিন্ন ক্লাব ও ক্যাসিনোতে অভিযান শুরুর পর অন্যান্য ক্লাব থেকে নানা সামগ্রী নিয়ে এসে এসব ক্লাবে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে এসব ক্লাব নিয়ন্ত্রণ করছিলেন ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

সেপ্টেম্বর ২২, ২০১৯ at ১৮:৪০:১৮(GMT+06)
দেশদর্পণ/আহা/ভোকা/আজা