ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা কমলেও ব্যতিক্রম যশোর জেলা। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় (২১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩০ জন।
এর মধ্যে ঢাকায় ১৩২ এবং ঢাকার বাইরে আক্রান্ত হয় ২৯৮ জন। যশোরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয় ৩১ জন। শনিবার এ সংখ্যা ছিলো ৪২ জন।
আরও পড়ুন :
সড়ক দুর্ঘটনায় ১৫জন আহত
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, পহেলা জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৮২৭ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ৮২ হাজার ৫২৫ জন।
দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৯৯ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৭৫ জন এবং অন্যান্য বিভাগে এক হাজার ২২৪ জন ভর্তি।
রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) এ পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ২০৩ টি মৃত্যুর তথ্য এসেছে। ১১৬ টি মৃত্যু পর্যালোচনা করে ৬৮ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে ।