যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫জন আহত হয়েছে। এদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ৮ জনকে ভর্তি হয়। কিন্তু দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।
আজ রবিবার যশোর-খুলনা ও যশোর-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালের চিকিৎসাধীনরা হলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার রফিকুল ইসলাম (৫০), যশোর সদর উপজেলার বসুন্দিয়ার লাভলী (২৫), মাহমুদপুর গ্রামের মোস্তাক (২৮), কচুয়া গ্রামের সোহান (২০), খুলনার খালিশপুরের এনজিওকর্মী চুমকি (৩৫) ঝিনাইদহের ফুলবাড়ির সেলিম (৩৫), কালীগঞ্জের রাকিব হোসেন ও কামারগন্নি গ্রামের সোহাগ (২৫)।
আরো পড়ুন :
বিজিবি পৃথক তিনটি অভিযানে গাঁজা, কয়লা ও ঘোড়া আটক
আহতরা জানান, যশোর খুলনা মহাসড়কের জামতলায় খুলনাগামী গড়াই পরিবরের একটি গাড়ি আজ সকাল সাড়ে ৮টার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে নসিমনকে চাপা দেয়। পরে আফিল কোম্পানির ইটের গাড়িতে চাপা দেয়।
এসময় ইটের গাড়ির ড্রাইভার মোস্তাক এবং গাড়ির যাত্রী সোহান, নসিমনের চালক রফিক এবং গড়াই পরিবহনের যাত্রী এনজিওকর্মী চুমকি ও লাভলীসহ ১০জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। আহত চুমকির বাম পা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে । অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অন্যদিকে চুমকিকে ঢাকায় পাঠানো হয়েছে।
গড়াই ও আফিল ব্রিক্সের গাড়ির সাথে দুর্ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক করে।