সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবি পৃথক তিনটি অভিযানে গাঁজা, কয়লা ও ঘুড়াসহ আটক করেছে। রবিবার সকাল ১১টায় জেলা তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির টহল দল লালঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মিয়ার বাড়ী তল্লাশী করে ঘরের ভিতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০কেজির ১০টি ভারতীয় গাঁজার বালিশ উদ্ধার করেছে।
এসময় কাউকে আটক করতে পারে নি বিজিবি। এ ব্যাপারে ৩ জনকে পলাতক আসামী হিসেবে তাহিরপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে লাউরগড় বিওপির টহল দল তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে দেড় হাজার কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ১৯ হাজার ৫শত টাকা।
আরও পড়ুন :
দোকান থেকে টাকা ও মোবাইল চুরি, ছাত্রলীগ নেতাসহ আটক ২
এসব অবৈধ ভাবে আসা বিভিন্ন মালামাল আটক করা হলেও আটক করা হয় না এর সাথে জড়িত ও তাদের গড ফাদারদের। স্থানীয় এলাকাবাসীরা জানান, বিজিবি ঐসব অবৈধ ভাবে আসা মালামাল আটক করে গোপন সংবাদের ভিত্তিতে।
কারা এই ব্যবসা করে আর তাদের কে সহযোগিতা ও মদদত দিচ্ছে তা অবশ্যই জানার কথা। আর এটা হঠ্যাৎ করেই হচ্ছে না। চলছে দীর্ঘ দিন ধরেই।
তাই এই বিষয়ে বিজিবির উধর্বতন কতৃপক্ষের আরো কঠোর নজরদারী ও ঐসব চিহ্নিত চোরাচালানীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করলেই তা প্রতিহত করা যাবে বলে মনে করেন।
এছাড়া বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-২৮) অধিনায়ক মোঃ মাকসুদুল আলমের কঠোর নজরদারীর কারনে ঐসব মালামাল আটক হচ্ছে তার জন্য সাধুবাদ জানান সর্বস্থরের জনসাধারন।
মালামাল আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-২৮) অধিনায়ক মোঃ মাকসুদুল আলম বলেন, আটককৃত কয়লা শুল্ক, কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে কঠোর নজরদারী রয়েছে।