চুয়াডাঙ্গা জর্জ কোর্টের এ্যাডভোকেট আওয়ামীলীগ নেতা সফিউদ্দিন সফিকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দূর্বৃত্তরা।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শহরের রেল বাজার এলাকায় তার ওপর হামলা করা হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা সংকটজনক।
খবর পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ কর্মকর্তারা সদর হাসপাতালে আহত এ্যাডভোকেট সফিকে দেখতে যান। তারা হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহ জানান, সন্ধ্যার পর এ্যাডভোকেট সফিকে কুপিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ মাঠে নেমেছে
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮ টার দিকে এ্যাডভোকেট সফি রেল বাজার দিয়ে যাচ্ছিলেন। এ সময় ৭/৮ জনের একটি দল রাম নিয়ে তার ওপর ঝাপিয়ে পড়ে। এলোপাতাড়ি কোপাতে থাকে। তার পেটে কয়েকটি কোপ লেগেছে। এরপর হামলাকারীরা চলে গেলে সফিকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
সেপ্টেম্বর ২২, ২০১৯ at ১৬:৪৮:১৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/টিআর/কেএ