ইজিবাইকে মিললো ৪ কেজি গাঁজা আটক-২

যশোর বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ৩ কেজি ৮ গ্রাম গাঁজাসহ মমতাজ বেগম (৫৫) ও মুজিবর সরদার (৫৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আটক করা হয়।

আটক মমতাজ বেগম বেনাপোল পোর্ট থানাধীন গাজিপুর গ্রামের আব্দুল গনির স্ত্রী ও মুজিবর ভবেরবেড় গ্রামের সৈয়দ সরদারের ছেলে।

আরও পড়ুন :
পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
হাইটেক পার্কের জমি পরিদর্শন, প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক

আমড়াখালী বিজিবি চেকপোস্টের ইনচার্জ হাবিলদার আশেক আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৮ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সেপ্টেম্বর ২২, ২০১৯ at ১৬:২৫:১৮(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/এমও/আজা