গত বছর দুয়েক ধরে স্মার্টফোন কোম্পানিগুলো ক্যামেরার ওপর বেশ জোর দিয়েছে। তারপরও ছবিকে আরো সুন্দর করে তুলতে চান অনেকেই। এর জন্য রয়েছে বেশ কয়েকটি কার্যকর অ্যাপ।
তেমন তিনটি অ্যাপসের খবর রইলো আজকের আয়োজনে-
স্ন্যাপসিড
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সবচেয়ে জনপ্রিয় ফটোশপ এটি। এতে প্রায় ২৯ টি টুল এবং ফিল্টার রয়েছে। যেমন হিলিঙ্গ, ব্রাশ, স্ট্রাকচার, এক্ষপসার, কালার, মেকিং, এবন রি-সেপিঙ্গ টুলস। এর ফিচারগুলো খুবই উপযোগী এবং সহজে ব্যবহার করা যায়। সবচেয়ে বড় কথা হল এটি একেবারেই বিনামূল্যে ব্যবহার করা যাবে।
পিক্সেলার
ফোনে ফটোশপের জন্য এটি খুবই ভালো একটি অ্যাপ। এর বিশেষত্ব হল, এতে বিভিন্ন লেয়ার নিয়ে ছবি এডিট করা হয়,যাতে অনেকগুলো ছবি একসঙ্গে ব্যবহার করা যায়। এতে লেয়ার এডিটিং ছাড়াও অন্যান্য এডিট অপশন ও পাওয়া যাবে। যেমন কালার ফিক্সিং, স্টাইলিং ইমেজেস, ইঙ্ক স্কেচ ,পোস্টার এফেক্ট ইত্যাদি।
পিকস আর্ট ফটো স্টুডিও
এটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ যা প্রায় ৫০০ মিলিয়নের বেশি বার ডাউনলোড করা হয়েছে। এতে ছবি ছাড়াও অনেক রকমের স্টিকার পাওয়া যায়। এর বিশেষ টুলগুলো হলো ক্রিয়েট কাটআউট, ক্রপ, স্ট্রেত্চস, ক্লোন, এড টেক্সট প্রভৃতি।
সেপ্টেম্বর২২, ২০১৯ at ০৭:৫৮:১৮(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/আস /ইআ