পর্যটন বিকাশে পরিপূর্ণ প্রস্তাব প্রেরণের জন্য নির্দেশনা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওর সহ বারেকের টিলা, শিমুল বাগান,শহীদ সিরাজ লেক ও রূপের নদী যাদুকাটা পরিদর্শন করেন।

এরপর তিনি রূপ ও সৌন্দর্যকে ভিত্তি করে পর্যটন খাতের মাধ্যমে তাহিরপুর উপজেলাকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আকর্ষণীয় স্থানসমূহকে বিশ্বব্যাপী প্রচার এবং তাহিরপুরকে একটি পর্যটন স্পট হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে পরিপূর্ণ প্রস্তাব প্রেরণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন ।

শনিবার (২১সেপ্টেম্বর) দিনব্যাপী ভ্রমণ শেষে এই নিদের্শনা দেন বলে জানান তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মো.মুনতাসির হাসান পলাশ।

তিনি আরো জানান,তাহিরপুরের পর্যটন বিকাশে টেকেরঘাটে উন্নতমানের রেস্ট-হাউজ নির্মাণসহ পরিপূর্ণ প্রস্তাব প্রেরণের জন্য আমাদের নির্দেশনা দেন।

আরও পড়ুন:
পুলিশের অভিযানে আটক ১০২
বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তাই শুধু ট্যাকেরঘাটে উন্নত মানের রেষ্ট হাউসই নয় পর্যটন শিল্প গড়ে তোলতে যা যা করণীয় সেসব বিষয়কে গুরুত্ব দিয়ে পরিপুর্ণ প্রস্তাব দ্রুত প্রেরণের জন্য নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সুনামগঞ্জ ও হাওর অঞ্চলভিওিক পর্যটন শিল্প গড়ে তোলার জন্য খুবই আন্তরিক বলে জানান।

পরিদর্শনকালে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মো. মোখলেছুর রহমানর, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ( (ভারপ্রাপ্ত) মোঃ মুনতাসির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে তাহিরপুরে কৃষক সমবেশে দেয়া বক্তব্যে টাঙ্গুয়ার হাওর, বারেকটিলা টিলা, জাদুকাটা নদী সহ তাহিরপুরের নানা দর্শণীয় স্থান কেন্দ্রীক ৭১’র এর স্মৃতিবিজরিত মুক্তিযদ্ধের ৫নং সেক্টরের ৪নং সাব সেক্টর ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পতিত ভুমিতে পর্যটন শিল্প গড়ো তোলার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সেপ্টেম্বর ২১, ২০১৯ at ২৩:৩৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জাআভূঁ/এএএম