চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে ৪০৫ বোতল ফেন্সিডিলসহ কালাম আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার কুনিয়া চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ি একই উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন মুন্সিপুর সরদার পাড়ার মৃত. ফকির মোহাম্মদের ছেলে। শুক্রবার রাতেই মামলাসহ কালামকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে র্যাব।
র্যাব জানায়, কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন উত্তর চাঁদপুর গ্রামস্থ ৩৩নং কুনিয়া চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী কালাম আলী (৩৫), পিতা- মৃত ফকির মোহাম্মদ, সাং- মুন্সিপুর (সরদার পাড়া), থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৪০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয়।
সেপ্টেম্বর ২১, ২০১৯ at ২৩:০০:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ