বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

যশোর জেলা প্রশাসেনর আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ (অনুর্ধ ১৭ বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় কেশবপুর উপজেলা বালিকা ফুটবল একাদশ ৪-০ গোলে মণিরামপুর উপজেলা বালিকা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। কেশবপুর উপজেলা বালিকা ফুটবল একাদশের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা।

আরও পড়ুন:
বশেমুরবিপ্রবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
উপজেলা ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খেলাশেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন, যশোর জেলা প্রশাসকের পত্নী শাহিনা আকতার। বক্তব্য রাখেন, যশোর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী শাহনাজ সুলতানা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, প্রভাষক স.ম. কামরুজ্জামান, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্মআহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।

সেপ্টেম্বর ২১, ২০১৯ at ২২:৫০:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআর/কেএ