ইয়াবাসহ যুবক আটক, তথ্য দিলেন না এএসআই

শুক্রবার রাত সাড়ে ১১টা। মির্জাপুর ফাঁড়ীর এএসআই আঃ সালাম ও দুইজন কন্সটেবল একটি সিএনজিতে করে পৌঁছায় মতিহার থানায়। সাথে হাতকড়া পরানো এক যুবক। সোজা থানায় ডিউটি অফিসারের নিকট আসামি বুঝিয়ে দিচ্ছেন। যুবকের নাম ঠিকানা লিখছেন, মতিহার থানার ডিউটি অফিসার এএসআই এনামুল।

এ সময় মির্জাপুর ফাঁড়ীর এএসআই আঃ সালামের নিকট যুবকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইয়াবা মামলার আসামী। কত পিস ইয়াবা? উত্তরে বলেন, আমি বলবো না। ফাঁড়ী ইনচার্জ এসআই আসলাম স্যারের নিকট ফোন দিয়ে জানুন।

রাত সাড়ে ১১টা থেকে ১১টা ৪৭ মিনিট পর্যন্ত ৫বার ফোন দিলেও ফাঁড়ী ইনচার্জ এসআই আসলাম ফোন রিসিভ করেননি। তাই এতটুকুই তথ্য পেলাম।

আরও পড়ুন:
পরিচ্ছন্ন সমাজ গড়তে যুদ্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, রাসিক মেয়র লিটন
ডেঙ্গু আক্রান্ত কলেজছাত্রের মৃত্যু

ইয়াবাসহ মোঃ সাহাবুল ইসলাম (২৪) নামের যুবককে আটক করেছে মির্জাপুর ফাঁড়ির এএসআই আঃ সালাম ও সঙ্গীয় ফোর্স। তার বাড়ি মির্জাপুর পূর্ব পাড়ায়। তার পিতার নাম মৃত কাবিল। তবে ইয়াবার সংখ্যা না বলায় সংবাদটি অসমাপ্ত রেখেই শেষ করতে হলো।

সাংবাদিকদের কর্ম এতই নিম্নপর্যায়ে চলে গেছে যে, মাঠ পর্যায়ে কাজ করা সাংবাদিকরা হয়েছে ফুটবলের মতো। একজন আটক করে। তথ্য নিতে পাঠায় আরেক জনের নিকট। তারপরও কাহিনীর শেষ নাই। যেমন, রাতে আসুন। পরেন দিন সকালে আসুন। শুধু মুখ দিয়ে বলতে বাঁকি সাংবাদিকতা থেকে সরে দাঁড়ান। এ বিষয়ে আরএমপি’র মাননীয় পুলিশ কমিশনার মহাদয়ের দৃষ্টি আর্কশন করছি।

সেপ্টেম্বর ২১, ২০১৯ at ২২:২৯:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মারারা/এএএম