কেশবপুর উপজেলা ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন সবুজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম-সম্পাদক আবুল বাসার, কোষাধ্যক্ষ আবু হুরাইয়ারা রাসেল, সদস্য রাশিদুল ইসলাম, অলিয়ার রহমান, মেহেদী হাসান সুমন প্রমুখ।
সেপ্টেম্বর ২১, ২০১৯ at ২১:০৪:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/এএএম