যশোরের কেশবপুরের বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কৃতি ছাত্র তৃষান বসু দিব্য জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে “পদক” পাওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রবীর সরকারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা দিলরুবা পারভীনের পরিচালনায় বিদ্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান।
আরও পড়ুন:
শফিকুল আলম ফিরোজকে নেয়া হচ্ছে আদালতে
আরো বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ওয়াজেদ আলী, শিশু একাডেমীর প্রশিক্ষক কৃতি শিক্ষার্থীর বাবা অলোক বসু বাপী ও মাতা সহকারী শিক্ষিকা টুম্পা দে, সহকারী শিক্ষিকা মমতাজ সুলতানা, আঞ্জুমান আরা, তপন কুমার সানা প্রমুখ।
উল্লেখ্য বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র তৃষান বসু দিব্য জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতায় দেশাত্ববোধক গানে জাতীয় পর্যায়ে তৃতীয় এবং আন্ত প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে দেশাত্ববোধক গানে প্রথম স্থান অধিকার করে।
সেপ্টেম্বর ২১, ২০১৯ at ১৮:৩৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআর/কেএ