অ্যাপ বাতিল করল ফেইসবুক

ফেইসবুক প্ল্যাটফর্মে হাজার হাজার অ্যাপ বাতিল করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। ২০১৮ কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির পর মার্চ মাসে অ্যাপ ডেভেলপারদের নিয়ে তদন্ত শুরু করে ফেইসবুক। তারই অংশ হিসেবে বাতিল করা হয়েছে অ্যাপগুলো।

সরিয়ে ফেলা অ্যাপগুলো প্রায় ৪০০ ডেভেলপারের কাছ থেকে এসেছে। এইসব অ্যাপ গ্রাহকের জন্য হুমকি এমন ধারণা ঠিক নয়। চলতি বছরের শুরুতে এক মামলায় মার্কিন ফেডারেল ট্রেড কমিশনকে (এফটিসি) ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে রাজি হয়েছে ফেইসবুক।

আরও পড়ুন :
অটো চার্জারসহ ৩ গরু চোর আটক
৪ হাজার ভারতীয় রুপি ও ইয়াবাসহ আটক ১

এফটিসির ওই মামলায় ফেইসবুকের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, ২০১২ সালের একটি সম্মতি চুক্তি অমান্য করেছে প্রতিষ্ঠানটি। বেআইনিভাবে ৮.৭ কোটি গ্রাহকের তথ্য রাজনৈতিক পরামর্শক ব্রিটিশ প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে শেয়ার করেছে।

ওই ঘটনা ফাঁসের পর তীব্র সমালোচনা ও সরকারী চাপের ফলে গ্রাহকের ডেটা আরও নিরাপদ করতে জোর দিয়েছে ফেইসবুক।

সেপ্টেম্বর ২১, ২০১৯ at ১৭:৫৩:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এজিএল/আজা