যশোরের চৌগাছায় অপহরনের পরে মুক্তিপণের টাকা নিতে এসে মারুফ (২৭) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ি ও মাদকসহ ৮টি মামলার আসামী মারুফকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ। উপজেলার চানপুর গ্রামের আতিয়ারের ছেলে মারুফ যশোর গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি ও সন্ত্রাসী।
শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার চৌগাছা সদর ইউনিয়নরে দীঘলসিংহা গ্রামের মৃত ফয়েজ আহম্মেদের স্ত্রী ছবেদা খাতুন অভিযুক্তদের বিরুদ্ধে তার ছেলেকে অপহরন ও চাঁদাবাজীর মামলা দায়ের করেন। মামলা নং-২১। এ মামলায় তিনি মারুফসহ চারজনকে আসামী করেছেন।
মামলার এজাহার ও পুলিশের বক্তব্য অনুযায়ি, শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার সময় আসামীরা বাদীর ছেলে শরিফুল ইসলামকে (২২) অপহরন করে নিয়ে যায়। তারা তাকে আটকে রেখে ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবী করে।
আরও পড়ুন:
অটো চার্জারসহ ৩ গরু চোর আটক
এ ঘটনায় ভিকটিমের মা ছবেদা খাতুন বিচলিত হয়ে চৌগাছা থানায় হাজির হয়ে বিস্তারিত খুলে বলেন। রাত ১২টায় ছবেদা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলা রেকর্ড হওয়ার পর পরই চৌগাছা থানার ওসি রীফাত খান রাজীবের নির্দেশে পুলিশের একটি দল ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারে তৎপর হয়।
বাদীর সাথে এসময় মারুফের ফোনে কথাবার্তা চলছিল। পুলিশের পাতানো ফাঁদ অনুযায়ি বাদী ছবেদা খাতুন অপহরনকারী মারুফকে চৌগাছা বাজারের জমজম মিষ্টির দোকানের সামনে টাকা নিতে আসতে বলেন। মারুফ ওখানে পৌছালে সেখানে আগে থেকে ওৎপেতে থাকা পুলিশের দলটি তাকে গ্রেফতার করে।
চৌগাছা থানার ওসি রীফাত খান রাজিব জানিয়েছেন, মারুফ পুলিশের তালিকাভুক্ত এবং চিহ্নিত একজন মাদক ব্যবসায়ি ও সন্ত্রাসী।
এর আগেও তার বিরুদ্ধে থানায় মাদকসহ ৭টি মামলা রয়েছে। তাকে অপহরন ও চাঁদাবাজীর মামলায় কোর্টে প্রেরন করা হয়েছে। এ সংবাদ লিখা পর্যন্ত কোর্টে ভিকটিম ছবেদা বেগমের ছেলে শরিফুলের জবানবন্দি রেকর্ডের প্রস্তুতি চলছিল।
সেপ্টেম্বর ২১, ২০১৯ at ১৮:০৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেআর/কেএ